ঢাকা, শনিবার ০৫, এপ্রিল ২০২৫ ১৩:২২:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্বস্তি ফিরেছে মাংসে, কিছুটা বেড়েছে মাছ-সবজির দাম সাভারে ফের চলন্ত বাসে ডাকাতি ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ব্যাংককে বৈঠকে ড. ইউনূস-নরেন্দ্র মোদি ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

প্রথম নারী ক্রিকেটার হিসেবে স্মৃতি মান্ধানার কীর্তি 

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার

স্মৃতি মান্ধানা

স্মৃতি মান্ধানা

নারী ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯ রানের জন্য সেঞ্চুরি পাননি ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। তবে দারুণ এক ইতিহাস গড়ে সেঞ্চুরির আক্ষেপ পূরণ করলেন এই তারকা। প্রথম নারী ক্রিকেটার হিসেবে এক বছরে ১৬০০’র বেশি রান করার কৃতিত্ব দেখালেন এই ভারতীয়।

মান্ধানা পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টকে। এ বছরই ১ হাজার ৫৯৩ রান এসেছে প্রোটিয়া এই ব্যাটারের কাছ থেকে। তিনে আছেন ইংল্যান্ডের ন্যাট স্কিভার-ব্রান্ট। ২০২২ সালে ১ হাজার ৩৪৬ রান করেছিলেন তিনি। 

এক বছরে সর্বোচ্চ রানের তালিকায় সেরা পাঁচে নিজের নাম একাই তিনবার তুলেছেন মান্ধানা। ২০১৮ সালে ১ হাজার ২৯১ রান করার পর ২০২২ সালে ১ হাজার ২৯০ রান করেন তিনি। তবে চলতি বছরে ছাপিয়ে গেলেন আগের সবকিছু। তার সামনে সুযোগ আছে রান আরও বাড়িয়ে নেওয়ার। 

ব্যাটিংয়ে ভারত নারী দলের অন্যতম ভরসা মান্ধানা। সাদা পোশাকে মাত্র ৭ ম্যাচেই ৫৭.১৮ গড়ে ৬২৯ রান করে ফেলেছেন তিনি। ৯১টি ওয়ানডে খেলে ৩ হাজার ৮১২ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। এই সংস্করণে ৯টি সেঞ্চুরির সঙ্গে আছে ২৭টি হাফ সেঞ্চুরিও। ১৪৮টি টি-টোয়েন্টি খেলে করেছেন ৩ হাজার ৭৬১ রান।